সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী পরিবারের সদস্যদের হয়রানিসহ একের পর এক থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের’র অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ও প্রবাসী পরিবার কর্তৃক থানায় লিখিত অভিযোগ সুত্র জানাগেছে, গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের মৃত সোনাহর আলীর পুত্র হানিফ আলী (৪৮), নিমার আলী(৪০), আনোয়ার মিয়া(৪৩), মৃত তজম্মুল আলীর পুত্র সালেহ মিয়া(২৮), খাসমৌজা গ্রামের সমছুল হক সম্বু’র পুত্র দুলাল আহমদ(৩৫) দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মানুষের উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে আসছেন।
সর্বশেষ মৃত সোনাফর আলীর পুত্র নিমার আলী সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে একই গ্রামের প্রবাসী আব্দুল মালিক ও তার পরিবারের সদস্যদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলার বাদী নিমার আলী তার মামলায় উল্লেখ করেন তার জমি থেকে প্রবাসী মালিক ও স্বজনরা ৩শত গাছ কেটে প্রায় পাঁচ লাখ টাকা মুল্যের লাকড়ি চুরি করে নিয়ে গেছেন। কিন্তু সরেজমিন গিয়ে দেখা যায় অভিযুক্ত ভুমি সম্পন্ন ধান ক্ষেতের জমি, এখানে কোন ধরনের গাছ বা কাটা গাছের কোন চিহ্ন বা অস্তিত্ব নেই। যাহা প্রতিবেদকের তুলা ছবিই প্রমানিত।
এছাড়া মামলা সুত্রে ও স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে অভিযুক্ত দাগে প্রায় ১৪ একর ভুমি যাহা স্থানীয় চার মৌজার ইজমালি অংশ রয়েছে। প্রবাসী আব্দুল মালিকের ৭ একর ক্ষেতের জমি আছরাউরা রকম ভূমি রয়েছে। উক্ত ভূমি ক্রয় সুত্রে মালিক থাকিয়া ভোগদখল করে আসছেন দীর্ঘদিন থেকে । এমতাবস্থায় বিবাদীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গাছ কাটার একটি মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদের পরিবার পরিজনকে হয়রানি করছে।
এদিকে ১২ জুন সোমবার প্রবাসীর ভাই আব্দুর রব বাদী হয়ে একই গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র নিমারকে প্রধান আসামি করে আরো ৪/৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাযের করেন। জানতে চাইলে গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান এবং অফিসার ইনচার্জ এর সাথে সমন্বয় করে আইনি ব্যবস্থা নিবেন। স্থানীয় ইউপি সদস্য হাসন আলী জানান উল্লেখিত দাগে আমাদের চারমৌজার ও প্রবাসী মালিকের প্রায় ১৪ একর ফসলী জমি রয়েছে, এখানে নতুন পুরাতন কোন গাছ নেই। বাদী নিমার গংদের আমরা বার বার বলছি কাগজ নিয়ে বসার জন্য সে আসেনি। বরং মিথ্যা মামলা দিয়ে এলাকার লোকজনদের হয়রানি করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd