সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে একদিনে দুই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার মধ্যে একজন গরু ব্যবসায়ী অপরজন সবজি ব্যবসায়ী।
তারা হচ্ছেন, মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার বুধপাশা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আলম হোসেন (২৫)। প্রায় ৩বছর ধরে সে তার পরিবার নিয়ে বিশ্বনাথের কালিগঞ্জ বাজারের আমির আলীর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
বৃহস্পতিবার সকালে স্ত্রী সন্তানকে জোর করে ঘর থেকে বের করে দরজা ভেতরে দিকে লক করে গলায় গামছা পেছিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় তার মা রিনা আক্তার লিলু (৫০) বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
অপরজন হচ্ছেন, বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি (হরিকলস) গ্রামের মৃত আরজান আলীর ছেলে গরু ব্যবসায়ী মতছিন আলী (৫৫) বাড়ির সুপারি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে তার ছোট ভাই শওকত আলী (৪৫) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শওকত আলী জানান তার ভাই ঋণের চাপে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd