সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জে তিন কেজি গাঁজাসহ সাজিবুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৫ জুন) রাত সাড়ে ৭টার দিকে টুকেরবাজারের পূবালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সাজিবুল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের রসুলপুর গ্রামের রায়েফ আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ টুকেরবাজার এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ সাজিবুলকে আটক করা হয়। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd