সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : উড়ে এসে জুড়ে বসারা আমার এলাকার মানুষের মনের বেদনা বুঝতে পারবে না বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাটি ও মানুষের নেতা গোলাপ মিয়া। রোববার (৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গোলাপ মিয়া বলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষের প্রধান সমস্যা কর্মসংস্থান। আর এ সমস্যার সমাধান অত্যন্ত জরুরি। আমি এলাকার প্রতিটি মানুষের সঙ্গে চলি। আমি মাটি ও মানুষের নেতা। আর অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে, তারা এলাকার মানুষের মনের বেদনা বুঝতে পারবে না।
তিনি বলেন, মানুষের সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। দেশের জন্য ও দেশের মানুষের জন্য কিছু করতে চাই। শেখ হাসিনা যখন যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুসারে কাজ করে যাব।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নিপীড়িত গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো আমার প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, গোলাপ মিয়া দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd