এম ইলিয়াস আলীর সন্ধানে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত হরতালে সিলেটে টুকেরবাজারে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে মারামারি : গ্রেফতার ১২

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১২

এম ইলিয়াস আলীর সন্ধানে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত হরতালে সিলেটে টুকেরবাজারে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে মারামারি : গ্রেফতার ১২

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা : বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সারা দেশে বিএনপি’র ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের টুকেরবাজারে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সাথে গতকাল এক ভয়াবহ সংঘর্ষ হয়। বিগত ১৭ এপ্রিল ২০১২ ইং তারিখে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী সহ তার ড্রাইভার আনসার আলী’কে ঢাকার বনানী হইতে গুম করা হয়।

এরই প্রতিবাদে বিএনপি’র ডাকা হরতালে সারা দেশের ন্যায় সিলেটের রাজপথ উত্তাল ছিলো। খবর নিয়ে জানা যায়, গতকাল বিকাল অনুমান ৩ ঘটিকার দিকে বিএনপি ও তার সংগঠনের নেতাকর্মীরা টুকেরবাজার হইতে এক বিশাল মিছিল বের করিলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করিতে থাকিলে পুলিশের সাথে তাদের এক ভয়াবহ সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ এসময় লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে থাকলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করে।

Manual4 Ad Code

ঘটনার সময় পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উশৃংখল বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী কার্যক্রমে লিপ্ত রহিয়াছে।

Manual2 Ad Code

গতকালকের ঘটনায় ইতিমধ্যে পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সহ জালালাবাদ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মামলা নং- ১২৭/২০১২, তারিখ- ২২/০৪/২০১২ ইং, মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) তামিম মাহমুদ, ২) আফতাব হোসেন লিমন, ৩) তোফায়েল আহমদ , ৪) কাইয়ুম আহমদ, ৫) কয়েস মিয়া, ৬) হুমায়ুন রশিদ রাজু, ৭) মো: আব্দুল ওয়াহিদ, ৮) অলি মিয়া, ৯) আবুল হোসেন, ১০) সঞ্জয় কুমার পাল, ১১) আতিকুর রহমান আতিক, ১২) ফয়সাল মাহমুদ,
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2012
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..