সিসিক নির্বাচনে নতুন ওয়ার্ডে মনোনয়ন সংগ্রহের হিড়িক!

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৩

সিসিক নির্বাচনে নতুন ওয়ার্ডে মনোনয়ন সংগ্রহের হিড়িক!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নগরীর নতুন ওয়ার্ডগুলোতে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক লেগেছে। পুরাতন ওয়ার্ডগুলোর চেয়ে নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে গড়ে দ্বিগুণেরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা।

 

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নগরীর নতুন সাধারণ ওয়ার্ডগুলোতে গড়ে ১১ জনেরও বেশি কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পুরাতন সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহের গড় ৫ জনেরও কম। নতুন ও পুরাতন সংরক্ষিত নারী ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহের গড় যথাক্রমে ৪ ও প্রায় ৯ জন।

Manual4 Ad Code

 

সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সেলের অফিসার সৈয়দ কামাল হোসেন জানান, গতকাল সাধারণ কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মেয়র পদে নতুন কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

 

তিনি বলেন, সিসিক নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৩ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৫ মে মনোনয়নপত্র সদর ও দক্ষিণ সুরমার তিন ইউনিয়ন যুক্ত হওয়ায় সিসিকের আওতা বেড়েছে বাছাই এবং আগামী ১ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সম্প্রতি সদর ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নকে সিসিকের আওতায় আনার ফলে নগরীর পরিধি দ্বিগুণেরও বেশি হয়েছে। এজন্য সিসিকের সাধারণ ওয়ার্ডের সংখ্যা ২৭ থেকে ৪২টিতে এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ৯ থেকে ১৪টিতে উন্নীত হয়েছে। গতকাল পর্যন্ত নগরীর ৪২টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০০ জন এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নগরীর পুরাতন ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৩১ জন এবং নতুন ১৫টি সাধারণ ওয়ার্ডে ১৬৯ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual3 Ad Code

 

এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া স্বতন্ত্র আরও তিনজন প্রার্থী মেয়র পদে মনোনয়ন কিনেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..