সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৩
গোয়াইনঘাট সংবাদদাতা: গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের কৃতি সন্তান ও মেধাবী ছাত্র সাগর আহমদ-কে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার (১০ মে) ৬১ সদস্যবিশিষ্ট এই ইউনিয়ন কমিটির অনুমোদন দেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব।
এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেধাবী ছাত্র সাগর আহমদ।
মেধাবী ছাত্র সাগর আহমদ ছাত্রলীগের কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। আওয়ামী পরিবার থেকেই বেড়ে উঠেছেন তিনি। স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি প্রথমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবের নিকট কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
এদিকে সাগর আহমদ-কে সহ-সভাপতি নির্বাচিত করায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দাদের উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে। শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd