সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীসহ সিলেটের বিশ্বনাথবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
তিনি জানান, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর।
এই ঈদের আনন্দের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতার মহামিলনে ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি।
তিনি বলেন, যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করুন। বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখুন। তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিলন, ঈদ মানে শান্তি। সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশের মাদক কারবারি, চোরাচালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে আমদের খবর দিয়ে সহযোগিতা করুন।
আরও জানান কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ নাম্বারে অথবা থানার ওসি কিংবা কর্তব্যরত ডিউটি অফিসারের নাম্বারে ফোন দিয়ে জানাতে অনুরোধ করেন।
তিনি থানা এলাকার সর্বস্তরের জনগন সহ দেশ ও প্রবাসের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd