সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঈদের জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি ,পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এসব নিরাপত্তা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদ্গাহ মাঠ পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ-বিপিএম (বার) পিপিএম।
এসময় তিনি সাংবাদিকদের জানান, সিলেট মহানগরীতে ৯০টি (ঈদ্গাহে) ঈদ জামাত এবং ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি ,পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ থাকবে মাঠে। ঈদের দিন এবং ঈদের পরের দিন সিলেট মহানগরীতে কড়া নিরাপত্তার কথাও জানান পুলিশ কমিশনার।
এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) সুদীপ দাস, অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল থানা) মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট থানা) মো. মঈন উদ্দিন শিপনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
এদিকে ঈদের এই লম্বা ছুটিতে নগরীর বাসাবাড়িসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রায় অর্ধশত টহল পুলিশ দল কাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড কমিউনিটি) সুদীপ দাস।
গণমাধ্যমকে তিনি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা নগরীতে যাতে চোর ডাকাত বা ছিনতাইকারীরা কোন সুযোগ নিতে না পারে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় অর্ধশত টহল দল এ সময়ে নগর চষে বেড়াবে। তবে এক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে ফ্ল্যাট বা বাসাবাড়িতে উন্নতমানের তালা দিতে হবে। আর নিরাপত্তা প্রহরীরা যাতে কোন ফাঁকি দিতে না পারে বা কোন ধরনের অবহেলা না করে সেটি নিশ্চিত করতে হবে। যেকোন সমস্যায় অবশ্যই সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করে তাদের সাহায্য নিতে হবে।
তিনি আরও জানান, এ সময়টাতে সিলেটে পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতেও তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd