সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারে অভিযান চালিয়ে চিহিৃত তিনজন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের অন্তর্গত রাধানগর গরুর বাজারের পূর্ব পার্শ্বে কালন মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে জুয়ার বোর্ড বসায় একটি জুয়াড়ী চক্র। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট থানাধীন আলমনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ মামুনুর রশীদ (৩৮) ও একই গ্রামের মৃত কালা মিয়ার আবুল মালিক (২৫) এবং ইসলামপুর গ্রামের মোঃ শামছুল হকের মোঃ রেজাউল করিম (২৬)।
থানা পুলিশ জানায়, একটি জুয়াড়ী চক্র রাধানগর গরুর বাজারের খেলার বোর্ড বসায় সেই সংবাদ পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে তিনজন জুয়াড়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, জুয়ার আসর হইতে চারটি ১শ’ টাকার নোট, তিনটি ৫০ টাকার নোট, ২০ টাকার নোট ৬টি, ১০ টাকার নোট ২ টিসহ সর্বমোট ৬৯০ টাকা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানার মামলা নং-১১ তাং-১২/০৪/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd