সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারীচাঁদ কলেজ (এম.সি) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বুধবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব কাজি মো. আবদুর রহমান বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ দেশের অন্যতম বিদ্যাপীঠ এম.সি. কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ। প্রফেসর রিয়াজ ১৪শ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
নবনিযুক্ত অধ্যক্ষ গণমাধ্যমকে বলেন, ‘মুরারীচাঁদ কলেজ (এম.সি) দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এক গুরুদায়িত্ব নিতে যাচ্ছি। কলেজটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।’
এর আগে তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার তাকে এমসি কলেজে নিযুক্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd