সুনামগঞ্জে দুই অটোচালকের সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী খুন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

সুনামগঞ্জে দুই অটোচালকের সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী খুন

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর পয়েন্টে অটোরিকশা চালকের সংঘর্ষ থামাতে গিয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সংঘর্ষে জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

Manual5 Ad Code

জানা গেছে, নিহত ফারুক মিয়া (২৮) মাইজবাড়ি গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। তিনি নবীনগর পয়েন্টে দোকানদারী করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশাচালক রোমান ও নাজমুলের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নাজমুল তার আত্মীয়-স্বজন ডেকে এনে অটোরিকশাচালক রোমানের উপর হামলা করেন।

Manual2 Ad Code

এসময় দোকানদার ফারুক আহমদ ফেরাতে আসলে তাকে বুকের পিছনে ছুরিকাঘাত করে নাজমুলের লোকজন। ঘটনাস্থলেই মারা যান তিনি। নাজমুলের লোকজন অটোরিকশাচালক রোমানকেও ছুরিকাঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

থানার এসআই মোঃ উজ্জ্বল জানান, এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন বলেন, নিহত ফারুক আমাদের মার্কেটে ব্যবসা করতো। সে খুব ভালো ছেলে ছিল। দুই অটোরিকশাচালকের লোকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সে মারা গেছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয়রা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক বলেন, দুই অটোরিকশাচালকের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক মিয়া। এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..