সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের আপত্তি, প্যান্ডেল তৈরিতে বাধা

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের আপত্তি, প্যান্ডেল তৈরিতে বাধা

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির কর্মসূচিতে আপত্তি জানিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচির জন্য প্যান্ডেল নির্মাণেও পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির আয়োজন করেছিলো সিলেট মহানগর বিএনপি। এ কর্মসূচি পালনে শুক্রবার মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়। তবে শুক্রবার বেলা ২টার পুলিশ শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে প্যান্ডেল নির্মাণে বাধা দেয় এবং উন্মুক্ত স্থানে কর্মসূচি পালনে আপত্তি জানায়।

Manual3 Ad Code

মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, এ কর্মসূচির ব্যাপারে ২৭ মার্চ লিখিতভাবে মহানগর পুলিশকে অবহিত করা হয়। তখন তারা কেউ আপত্তি জানাননি। কর্মসূচির আগের দিন হঠাৎ করে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়। বিএনপির কর্মসূচি ঠেকাতে সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

তবে মহানগর পুলিশ বলছে, শহীদ মিনারে বিএনপির কর্মসূচিতে প্রথমে আপত্তি না জানালেও এখন দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের কোন ইনডোরে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তখন তারা কোন আপত্তি জানায়নি। এখন আমরা যখন সব প্রস্তুতি সম্পন্ন করেছি তখন আমাদের বাধা দেওয়া হচ্ছেো।

নাসিম বলেন, আমাদের একেবারে নীরিহ কর্মসূচি ছিলো। কেবল অবস্থান নেওয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেওয়া হচ্ছে না। সরকার রীতিমত মগের মুল্লুক সৃষ্টি করেছে।

নাসিম বলেন, পুলিশ বাধা দিলেও আমরা কাল শহীদ মিনারে জড়ো হবে। শহীদ মিনার চত্বরের ভেতরে তারা বসতে না দিলে আমরা সামনে বসে পড়বো। এভাবে হঠাৎ করে তারা আমাদের শান্তিপুর্ণ কর্মসূচিতে বাধা দিতে পারে না।

তবে বিএনপিকে কর্মসূচি পালনে কোন বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, আমরা তাদেরকে ইনডোরে অনুষ্ঠান করতে বলেছি। যেকোন হল বা কমিউনিটি সেন্টারে তারা কর্মসূচি করতে পারেন। কেবল উন্মুক্ত স্থানে কর্মসূচির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।

Manual4 Ad Code

শেষ মূহূর্তে এসে আপত্তি জানানো প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।

Manual2 Ad Code

তবে ইনডোরে অবস্থান কর্মসূচি পালন সম্ভব নয় বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিএনপি নেতারা জানান, ১০ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে ‘যুগপৎ আন্দোলন’ করছে বিএনপি। এর অংশ হিসেবে ১ এপ্রিল (শনিবার) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেটে এ কর্মসূচি পালিত হওয়ার কথা। সিলেট মহানগর বিএনপার কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..