সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় সুমন রায় নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুমন রায় (৩০) উপজেলার ৩নং সদর ইউনিয়নের সন্ধ্যানী আবাসিক এলাকার রাধাচরণ রায়ের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার দুপুর ১টার দিকে শহরের হবিগঞ্জ সড়কে হোটেল মেরিনা’র সামনে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত সৌরভ পাল (২০) জানান, দুপুর ১টার দিকে তিনি ও নিহত সুমন বাইসাইকেলযোগে শহরে আসার পথে হোটের মেরিনা’র সামনে আসামাত্র প্রাণ কম্পানির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ড : ১২-০৯৪৫) পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ অবস্থায় পড়লে ভ্যানের সামনের চাকায় পিষ্ট হয়ে সুমন রায় ঘটনাস্থলেই মারা যান। আহত হন সৌরভ পাল।
জানা যায়, ঘটনার পরপরই স্থানীয়রা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক পালিয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd