পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সাইফুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর উপজেলার এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী হবিগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

গত ১২ জানুয়ারি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দেন ওই নারী। তাঁর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সঠিক তথ্য বলা যাবে।

Manual3 Ad Code

অভিযোগে বলা হয়, ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পের কনস্টেবল সাইফুল ইসলাম ও ভুক্তভোগী পাশাপাশি গ্রামের বাসিন্দা। বিয়ের পর তিনি শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। প্রায় এক বছর আগে ফেসবুকে সাইফুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হলে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ সুবাদে সাইফুল ছুটিতে আসা-যাওয়ার পথে তাঁর বাসায় যাতায়াত করতেন। এক পর্যায়ে তাঁদের প্রেম গভীর সম্পর্কে রূপ নেয়। বিয়ের কথা বলে সাইফুল ইসলাম তাঁকে বিভিন্ন রিসোর্ট ও হোটেলে রুম বুকিং করে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে সাইফুল তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। এর পর থেকে চেষ্টা করেও সাইফুলের সন্ধান পাচ্ছেন না তিনি।

Manual4 Ad Code

এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, তিনি এখন হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত আছেন। তিনি যেহেতু আইনি পথে এগিয়েছেন, আইনের মাধ্যমেই যা হওয়ার হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..