সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: গত ১৮/০৭/২০১৯ইং তারিখে রাত ১১ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে রাতের আধারে ‘‘খাদিজা ষ্টোর’’ নামীয় দোকানে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে দোকনটি ভাংচুর করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভাংচুর সহ অগ্নি সংযোগের কারণে দোকানের সব মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় দোকানের স্বত্তাধিকারী সৈয়দ আব্দুল কুদ্দুস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ভালো জীবনের আশায় এবং নিজ বাড়ী হইতে ভাই আব্দুল হামিদ এর অত্যাচারে জগন্নাথপুর বাসা ভাড়া নিয়ে থাকে এবং এই দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তার ভাই আব্দুল হামিদ এই ব্যবসার উন্নতি দেখে ইর্ষান্বিত হয়ে এমন নেককারজনক কাজ করেছে বলে দাবি করেন। তিনি আরো জানান তার ভাই স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও ভাতিজা ছাত্রলীগ নেতা হওয়ায় তিনি বর্ণিত ঘটনায় মামলা করার জন্য থানায় গিয়ে কোন লাভ হয়নি। এ বিষয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানায় জগন্নাথপুর বাজারের অগ্নি সংযোগের ঘটনায় তারা কোন অভিযোগ পায়নি এবং বলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এমন দাবি সম্পর্কে সৈয়দ আব্দুল কুদ্দুস এর কাছে জানতে চাইলে তিনি বলেন পুলিশ গণমাধ্যমকে দেখে মিথ্যা কথা বলছে। তিনি বলেন তার অভিযোগটি গ্রহণ করা হয়নি এবং প্রতিপক্ষের সাথে আপোষের পরামর্শ দেওয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd