সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। পিএসজির পক্ষে মেসি এবং সৌদি আরবের আল নাসরের পক্ষে খেলবেন রোনাল্ডো। আর তাদের এই ম্যাচ দেখতে ২৭ কোটি টাকার বিনিময়ে একটি টিকিট কিনেছেন এক ধনকুবের। খবর আলজাজিরার।
মেসি-রোনাল্ডোর খেলার এই টিকিটটি নিলামে উঠানো হয়েছিল। আর নিলাম জিতে নেন তিনি। তার নাম মুশরেফ আল-ঘামাড। সৌদি আরবের রিয়েল এস্টেট গ্রুপের জেনারেল ম্যানেজার তিনি।
এই টিকিটে মুশরেফ আল-ঘামাড শুধু খেলাই দেখতে পারবেন না, এর সঙ্গে তিনি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারবেন। সঙ্গে ড্রেসিংরুমে প্রবেশ করে প্লেয়ারদের সঙ্গে কথাও বলতে পারবেন।
সম্প্রতি ম্যানচেষ্টার ইউনাইডেট ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনাল্ডো। একদিকে বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলপ্রেমী মাত্রই এ ম্যাচের জন্য উৎসুক।
রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে খেলা দেখতে পারবেন প্রায় ৭০ হাজার মানুষ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd