সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
সংবাদ বিজ্ঞপ্তি: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে জেলা প্রশাসন নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে স্কুল, কলেজ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সেমিনার, শোভাযাত্রা, নাটিকা, রোড শো ইত্যাদি করা হচ্ছে। তবুও নির্মূল হচ্ছে না। তবে কমেছে। পুরোপুরি নির্মূল করতে অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা ও রাজনীতিবিদসহ সকলকে এগিয়ে আসতে হবে।
রোববার বিকেলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পর্যালোচনা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধে জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। শাস্তি দেওয়া হয়েছে অনেক কাজীকে। এ ধারা অব্যাহত থাকবে।
সাংবাদিকরা গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক পোস্ট দিতে পারেন বলে জেলা প্রশাসক অভিমত ব্যক্ত করেন।
সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও এফআইবিডিবি এই আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। আলোচনায় অংশ নেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এফআইভিডিবি সিইএমবি প্রকল্পের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মঞ্জুর, বিভাগীয় সমন্বয়ক জাহেদ আহমদ ও প্রজেক্ট এসোসিয়েট আবু বকর সিদ্দিকী। এছাড়াও সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd