সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
বিনোদন রিপোর্ট: চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। শনিবার (১৪ জানুয়ারি) উদ্বোধনের পর রাজধানীর পাঁচটি ভেন্যুতে চলছে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনী। এ বছর ৭১টি দেশের মোট ২৫২টি ছবি অংশ নিচ্ছে ঢাকার বিশাল এই উৎসবে।
সোমবার (১৬ জানুয়ারি) উৎসবের তৃতীয় দিনেও থাকছে বহু সিনেমার প্রদর্শনী। এরমধ্যে কিছু ছবির নির্মাতা বা কুশলী অংশ নেবেন সশরীরে। যেমন, ভারত থেকে ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন কিংবদন্তি অভিনেতা সব্যসাচী ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে শ্রীলেখার এই আগমন অভিনেত্রী নয়, বরং নির্মাতা হিসেবে।
তার নির্মিত ‘এবং ছাদ’ দেখানো হবে সোমবার বিকাল ৫টায়, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। ছবির প্রদর্শনী শেষে দর্শকের সঙ্গে কথা বিনিময় করবেন শ্রীলেখা।
এদিন বাংলাদেশি আকর্ষণ হিসেবে থাকছে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান নির্মিত এই ছবি দেখা যাবে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে, বিকাল ৫টায়। নির্মাতা সুমনও এ সময় উপস্থিত থাকবেন।
তৃতীয় দিনের আয়োজনে উল্লেখযোগ্য কিছু ছবি:
মূল মিলনায়তন (জাতীয় জাদুঘর)
কাজাখাস্তানের আজিজ যাইরোভ নির্মিত ‘মম, আই এম এলাইভ’ সকাল সাড়ে ১০টায়; ইরানের মাহমুদ ঘাফফারির ‘দ্য আপল ডে’ দুপুর ১টায়; বিকাল ৫টায় বাংলাদেশের মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।
সুফিয়া কামাল মিলনায়তন (জাতীয় জাদুঘর)
সকাল সাড়ে ১০টায় আমিরহোসেইন আসগরি নির্মিত ইরানের ছবি ‘বারফ-এ আখতার’; দুপুর ১টায় বাংলাদেশের সুবর্ণা সেঁজুতি তুশীর ‘ঢেউ’; বেলা ৩টায় মরিয়ম জহিরিমেহের পরিচালিত ইরানের ‘ফরবিডেন ওমেনহুড’; সন্ধ্যা ৭টায় ইতালির ছবি ‘সিলভেস্টার ইন লাভ’; পরিচালক তমাসো কট্রনেই।
ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম (শিল্পকলা একাডেমি)
সকাল সাড়ে ১০টায় ভারতের ‘সৌদি ভেলাক্কা’, পরিচালক থারুন মূর্তি; বেলা ৩টায় ইরানের ‘জেদ’, নির্মাতা আমিরআব্বাস রবি’ই; বিকাল ৫টায় বাংলাদেশের গোলাম মুন্তাকিম নির্মিত ‘হেলিয়াম মাঙ্কি বেলুন’, জাফর আল মামনের ‘মাতৃত্ব’, শাহ সাকিব সোবহানের ‘অঙ্ক সরল-ফলাফল শূন্য’, ইরতিজা আলম জয়ীতা ও আমিনুল ইসলাম নির্মিত ‘ইউফোরিক পারানোইয়া’, মেহেদী হাসান রানা নির্মিত ‘বহ্নিচক্র’, শাহরিয়ার খানের ‘দ্য ডোর’; সন্ধ্যা ৭টায় মাসুদ সুমনের ‘ধূসর যাত্রা’ ও কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’।
ইরানের সৈয়দ মর্তেজা ফাতেমি নির্মিত ‘মাদারলেস’ সকাল সাড়ে ৯টায়; তুরস্ক, জার্মানি ও স্লোভেনিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘আ হোপ’ সকাল ১১টায়; দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের ‘কারমালিঙ্ক’; নির্মাণে জ্যাক ওয়াচেল।
জাতীয় সংগীত ও নৃত্য মিলনায়তনে (শিল্পকলা একাডেমি)
সকাল সাড়ে ১০টায় বেলজিয়ামের মার্ক রবিনেট নির্মিত ‘লুকিং ফর সান্তা’; দুপুর ১টায় এল সালভাদোর ও আর্জেন্টিনার ‘জাজড বডিস’, নির্মাণে মারিয়ানা কারবাজাল; বিকাল ৩টায় রাশিয়ার ‘লাইক ফাদার, লাইক সন’, পরিচালক ইভান সসনিন। সন্ধ্যা ৭টায় ভারতের জয়দীপ মুখার্জি ও আলোক ব্যানার্জি নির্মিত ‘আদার রে আর্ট অব সত্যজিৎ রায়’।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd