কাজের স্বীকৃতি পেলেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার হাবিব

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

কাজের স্বীকৃতি পেলেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার হাবিব

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান (পিপিএম)। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিসরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

গতকাল শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসআই হাবিবুর রহমান (পিপিএম) এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

Manual2 Ad Code

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান পিপিএম বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..