সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২
নিজস্ব সংবাদদাতা, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জ উপজেলার ফলা হাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল ভ্যানে ধাক্কায় এক অসহায় ভ্যান চালক গুরুতর গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুরে জকিগঞ্জ বাজার থেকে ভ্যানগাড়ি করে মালামাল নিয়ে বাবুর বাজার যাওয়ার পথে এঘটনা ঘটেছে। মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন ভ্যান চালককে রক্তাত্ব অবস্তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ভ্যান চালক রাজু মিয়া উপজেলার বিরশ্রী গ্রামের বাসিন্দা।
এ দূর্ঘটনা ভ্যান ও মোটরসাইকেলের ক্ষতি হয়েছে এবং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম নজুও আঘাতপাপ্ত হয়েছেন। মোটরসাইকেল চালক নাজমুল হাজারির চক গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd