সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি :: পরকীয়া ও পরনারী আসক্তি এবং যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে এক স্কুল শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাহির পুর থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ জাকির হুসেন চৌধুরী সুনামগঞ্জের তাহিরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের আইসিটি কম্পিউটার বিভাগের শিক্ষক।
জানা গেছে,২০১৭ সালে ১০ নভেম্বর পারিবারিকভাবে মুসলিম শরিয়াহ্ ভিত্তিতে জাকির হুসেন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের পর থেকেই স্ত্রীকে তার ভাই ভাবির পরিবারে যৌথ করে রাখেন। কিন্তু পারিবারিক ভাবে তার বউকে মেনে নেয়নি তার ভাবি। অভিযোগ রয়েছে, বড় ভাবির সাথেও পরকীয়ায় আসক্ত শিক্ষক জাকির হুসেন চৌধুরী।
জাকিরের স্ত্রীর অভিযোগ,আমার স্বামী যে নারী আসক্ত ও তার পরকীয়ার ঝামেলা আছে তা আমার পরিবার ও আমি জানতাম না। বিবাহের পর থেকেই আমার স্বামী জাকির হুসেন চৌধুরী আমাকে বউয়ের মর্যাদা দেয়নি। এবং ভরনপোষণ সহ প্রয়োজনীয় কোনকিছুই সে দিতো না। আমাদের দুইটি কন্যা সন্তান হয়েছে, তাই বাচ্চাদের দিকে চেয়ে আমি তার সাথে এতোটা দিন সংসার করেছি। অনেকবার এই কলহের জেরে আমি ও আমার পরিবার বিচার ও সালিশ করেছেন। বিগত ৬ মাস যাবৎ আমি ও আমার সন্তানাদি সহ তার কর্মস্থল তাহিরপুরে একটা ভাড়্া বাসায় বসবাস করে আসছি। কিন্তু সে আমাকে বার বার জমি ক্রয় করবে বলে টাকার জন্য চাপ দেয়, মোটরসাইকেল কিনবে বলে আমাকে টাকা এনে দিতে টাকা দিতে চাপ প্রয়োগ করে। আমি ও আমার পরিবার এসব দিতে না পারায় আমাকে প্রতিদিন নির্যাতন করতো এবং প্রাণে মারার হুমকি দিয়ে বলতো সে আমাকে তালাক দেবে।
স্থানীয় সূত্র আরো জানায়, শিক্ষক জাকির হুসেন চৌধুরী একাধিকবার স্কুল ছাত্রী সহ কয়েকজন নারীর সাথে সম্পর্ক করে তাদের জীবন নষ্ট করেছেন। পরকীয়া ও পরনারী আসক্ত হওয়ায় তাহিরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে শর্তসাপেক্ষে তাকে স্কুলে চাকুরির সুযোগ দিয়েছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ,মঙ্গলবার রাত ৯ টায় ভোক্তভোগী স্ত্রী নিজে বাদি হয়ে যৌতুক ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। মামলা রুজুর পরই শিক্ষক জাকির হোসেন চৌধুরীকে তাহিরপুরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd