বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা : আহত-৪

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা : আহত-৪

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে অপর গ্রুপের ওপর হামলা করতে গিয়ে মোটরসাইকেল রেখে ধাওয়া খেয়ে নিজেই পালালেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

এসময় কলেজ ছাত্রলীগের অপর গ্রুপের ছাত্রলীগ নেতারা তাকে না পেয়ে তার মোটরসাইকেল ভাংচুর করেন। এতে আহত হয়েছেন পাপ্পুর পক্ষের রেদুয়ান হোসেন (১৭), মাহবুব (২০), আলীম (২২) রেজাউল ইসলাম (১৯)।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি গাজী আতাউর রহমান একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

জানা যায়, গত ২৩ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার ওই খেলার ফাইনাল ম্যাচ ছিলো। এতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে দাওয়াত না দেয়ায় তিনি তার দলবল নিয়ে কলেজে অনাধিকার প্রবেশ করে হামলা চালানোর চেষ্ঠা করেন।

Manual2 Ad Code

এমন অভিযোগ করেছেন কলেজ ছাত্রলীগ নেতা ওপর গ্রুপের সিরাজুল ইসলাম। পরে তারা প্রতিহত করলে মোটরসাইকেল রেখে তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যান পাপ্পু। পরে কেবা কাহারা তার মোটরসাইকেল ভেঙ্গেছে তিনি আর কিছুই বলতে পারেননি।

Manual3 Ad Code

এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘটনাস্থল থেকে পাপ্পু’র ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়েছেন বলে জানান ওসি গাজী আতাউর রহমান।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..