সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. আনিছুর রহমান (৫৪)। আনিছুর চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়াবাড়ী এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে।
শনিবার (৫ মার্চ) র্যাব-৯ সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেটের একটি দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। রোববার (৬ মার্চ) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আনিছুর রহমান নকল স্বর্ণের বার দেখিয়ে মানুষের সাথে প্রতারণাকারী চক্রের সদস্য। এসময় তার নিকট থেকে প্রতারণার আরও নগদ ১৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছুর স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবৎ তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগী মনাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd