সিলেটের চিহ্নিত চাঁদাবাজ সুমন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

সিলেটের চিহ্নিত চাঁদাবাজ সুমন গ্রেপ্তার

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর বারুতখানা থেকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রউফ দোহা সুমন ওরফে সুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বারুতখানায় অভিযান চালিয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন বারুতখানার উত্তরণ-৫৩ নম্বর বাসার মৃত আব্দুল খালিক সফেজ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি জেলরোডের সিলকো টাওয়ারের ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীর কাছে গ্রেপ্তারকৃত সুমন ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী বারুতখানার উত্তরণ ১৭/১ নম্বর বাসার মৃত আব্দুল মজিদ চৌধুরীর ছেলে। সুমন ওই ব্যবসায়ীর কাছে বিভিন্ন সময়ে চাঁদা চেয়ে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন তার বাসায় সুমন দলবল নিয়ে হামলা চালায়। হামলায় ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা আহত হন। এ ঘটনায় পর দিন সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা (নং ১৭) দায়ের করা হয়। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, সুমন একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে ৪টি মামলাসহ ৬/৭টি জিডি আছে। ব্যবসায়ী আতিকের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন,‘ সুমন ওরফে সুমিনকে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ ( শনিবার) বিকেল ৩টায় আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

সর্বশেষ খবর

………………………..