মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের সকল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে আলাদা চেয়ার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই চেয়ার কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধারা থানায় কোনো সেবা গ্রহণ করতে গেলে নির্ধারিত এই চেয়ারে বসবেন।

Manual8 Ad Code

জানা যায়, গত ১২ ডিসেম্বর সিলেটে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সিলেটের সকল থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার নির্ধারিত রাখার ঘোষণা দেন।

এই ঘোষার পর সম্প্রতি তার উদ্যোগে সিলেটের সকল থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার সিলেট জেলার ১১টি থানায় ও পুলিশ সুপার অফিসে এই আসনগুলো বসানো হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, মহান বিজয় দিবস সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। আজ (সোমবার) থেকে সিলেট জেলার সকল থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।

Manual1 Ad Code

তিনি বলেন, নির্ধারিত এই চেয়ারে মুক্তিযোদ্ধা ছাড়া কেউ বসতে পারবেন না। সেবা নিতে থানায় গেলে তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..