সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর উত্তরায় শিন-শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন। আহতদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে নার্স মিতু রেখার (২৪) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন- নার্স ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় সাগর (২৫)।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে আঘাত করেন। এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করেন ওই রোগী। পরে আহত তিনজনকে শিন-শিন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। মামলা হলে করোনা থেকে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেপ্তার দেখানো হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd