সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌকা ডুবে মৃত্যু বরণকারী রুমেল আহমদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
এসময় অন্যান্যদের উপস্থিতি ছিলেন- সিলেটস্থ গোয়াইনঘাট সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম, এ, মতিন, ইউপি সদস্য মো. রহিম উদ্দিন, ব্যবসায়ী মো. ইব্রাহিম আলী, ফরিদ আহমদ, খায়রুল আমিন শাহীনুর রহমান রাজন প্রমুখ। আব্দুল হাকিম চৌধুরীর পক্ষ থেকে রুমেল আহমদের পিতা মন্তাজ আলীকে ঈদ উপহার তুলে দেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল সেতু সংলগ্ন এলাকায় ভলগেটের ধাক্কায় রুমেলসহ একটি যাত্রী বাহী নৌকা ডুবির ঘটনা ঘটে। গত (৭ জুলাই) বুধবার দুপুর ১২ টার দিকে চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুমেল নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে। ওইদিন রুমেল আহমদ (২৮) একটি যাত্রীবাহী নৌকা নিয়ে (ছালিয়া পাগলা মোড়া) হইতে সালুটিকর বাজারের দিকে আসছিলেন।
এসময় গোয়াইনঘাট গামী একটি ভলগেট যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুমেলসহ যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। নিখোঁজের ২ দিন পর রুমেলের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd