সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বৃহত্তম পশুর হাট ঐতিহ্যবাহী কাজিরবাজারে জমে উঠেছে সকল ধরণের গরু-ছাগলে আগমন। বাজারে প্রচুর পশুর সমাগম ঘটলেও হাটে নেই ক্রেতা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা জমার আশায় বসে রয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, আগামী বুধবার পবিত্র ঈদুল আযহা, কুরবানির ঈদ। এ উপলক্ষ্যে হাটে সিলেটের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী এবং বিক্রেতারা কাজিরবাজার হাটে নিয়ে এসেছেন গরু-ছাগল। এসব পশু দেখতে দুপুর থেকেই হাটে ভিড় করেছেন মানুষজন। আজ কাজিরবাজারে ক্রেতার তুলনায় দর্শক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নগরীর প্রধান ও স্থায়ী পশুর হাট কাজিরবাজর ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছোট-বড় বাহারি রংয়ের গরু নিয়ে বসে আছেন পাইকাররা। এছাড়া ভারত ও নেপালি গরুরও সমাগম রয়েছে বাজারে। কিন্তু ক্রেতা কম। যারা আসছেন গরু দেখে দরদাম করেই চলে যাচ্ছেন। বিক্রি নেই বললেই চলে।
এদিকে, সম্প্রতি সিলেটে করোনা সংক্রমণ ও মহামারিতে মৃত্যুহার বেড়েছে আশঙ্কজনকভাবে। এই অবস্থায় ঈদকে ঘিরে স্বাস্থ্যবিধি মেনে কুরবানির হাট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্ত সিলেটের কাজিরবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব দূরের কথা, মাস্কের ব্যবহার তেমন লক্ষ্য করা যায়নি এ পশুবাজারে।
নির্দেশনা থাকলেও কাজিরবাজারে নেই হাত ধোয়ার কোনো ব্যবস্থা নেই। ইজারাদারের পক্ষ থেকেও নেই কোনো প্রচারণা। এতে হতাশা ব্যক্ত করেছেন সচেতন অনেকেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd