লকডাউন শিথিল : সিলেটে চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

লকডাউন শিথিল : সিলেটে চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল হয়েছে।

Manual7 Ad Code

ফলে আজ থেকে সিলেটেও চলাচল করতে শুরু করেছে বাস ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন। এছাড়াও খুলেছে শপিংমল এবং দোকানপাট।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সিলেট থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। চলাচল করছে আঞ্চলিক সড়কের বাসগুলোও। পরিবহন শ্রমিকদের হাক-ডাকে সরগরম বাস টার্মিনাল এলাকা।

এছাড়াও নগরীর গুরুত্বাপূর্ণ সড়কগুলোতে বৃহস্পতিবার সকাল থেকেই রয়েছে যানবাহনের চাপ। চাকরিজীবী ও শ্রমজীবীরা ছুটছেন নিজ কর্মস্থলের দিকে। গাড়ির হর্ন আর রিকশার বেলের শব্দে নগরী ফিরেছে তার পুরনো রূপে।

Manual6 Ad Code

এর আগে বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এ সময় সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাতদিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হয়। যা এখন শিথিল হলো।

আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

Manual7 Ad Code

বিধিনিষেধ শিথিলের পর গণপরিবহন চলাচলের ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার শর্ত দিয়েছে সরকার। এক্ষেত্রে যাত্রীকে ৬০ শতাংশ বেশি ভাড়া গুণতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে যাত্রীসহ পরিবহন শ্রমিকদের। রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। লঞ্চের ক্ষেত্রে ডেকের যাত্রীদের মার্কিং অনুযায়ী বসতে হবে। এই আটদিন স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবেই চলবে সরকারি-বেসরকারি অফিস।

Manual7 Ad Code

বিধিনিষেধ শিথিল করা হলেও মন্ত্রিপরিষদ বিভাগের অপর নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন- বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..