সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সুরমা নদীর খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন অপসারন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশ নিয়ে পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন এলাকায় যান। এ সময় পুলিশ ও শ্রমিকদের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েটি পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন পুরপুরী ভাবে সরিয়ে ফেলে অপসারন করা হয়।
এছাড়া একটি ক্রাসার মেশিনের বেল্ট কেটে ফেলা হয়। থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া লাইসেন্স বিহীন পাথর ভাঙ্গার কোন ক্রাসার মেশিন এখন থেকে খেয়াঘাট এলাকা সহ কোথাও কেউ চালাতে পারবেন না। এছাড়া খেয়াঘাট এলাকার সুরমা নদীর ঘাটে কেউ ইঞ্জিন চালিত স্টীলের বলগেট রাখতে পারবেন না। অভিযান কালে তার সাথে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক।
প্রসঙ্গত যে, খেয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্সবিহীন পাথর ভাঙ্গার ক্রাসার মেশিন বসানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট কর্তৃপক্ষ ৮জন ক্রাসার মেশিন মালিকের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার তাদের পরিবেশ অধিপ্তর সিলেটের আলমপুর কার্যালয় উপস্থিত হয়ে কারন দর্শাও নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd