সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান করে গোপন সংবাদের ভিত্তিত্বে ৪০ পিছ ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই দিবাগত রাত ২টায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব চামটি গ্রামে সোহেল আহমদের বসত ঘরে ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিত্বে পুলিশ অভিযান শুরু করে। এসময় চতুর সোহেল পালিয়ে গেলেও ২ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার নয়াখেল দক্ষিণ গ্রামের মো. মুহিবুর রহমানের ছেলে মো. কবির আহমদ (৩০) ও উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী
সেনগ্রামের বশির আহমদের ছেলে মো. সালিক আহমদ (২৮)। এসময় আটককৃতদের নিকট থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার অফসার ইনচার্জ মো. গোলাম দস্তগির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে ৪০পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুর ১টায় বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd