সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: চলমান কঠোর লকডাউনে সিলেটের জৈন্তাপুর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে নিহত লাশ ঘটনাস্থল থেকে উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
জানা যায়, নিহত পুলিশ সদস্যের নাম পলাশ গোয়ালা (৩০)। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, নিহত পুলিশ কনস্টেবল পলাশ জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। সোমবার রাতে চিকনগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চালকসহ অন্যরা পালিয়ে গেলেও এসময় ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd