ক্রাইম সিলেট ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে সিলেটের প্রবেশ মুখেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জে পৌঁছালে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল নামে।

Manual3 Ad Code

এসময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে চায়ের নগরী। সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারস হাত নেরে নেতাকর্মীদের অভিবাধন জানান।

Manual5 Ad Code

এর আগে সোমবার সকাল ৯টায় ১৬ মিনিটে গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। গুলশান-১ হয়ে তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রাবাড়ী হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।

Manual2 Ad Code

সিলেট যাত্রাকালে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। অাবার কয়েকটি স্থানে লাঠিচার্জ করতেও দেখা গেছে। এছাড়া খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।