সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ভুক্ত একাদিক মামলার আসামী ইব্রাহিম ওরফে ইমন আটক।
পুলিশ সূত্রে জানায়, ১৬ জুন দিবাগত রাত ১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়ীর সননিকটে অভিযান পরিচালনা করে পুলিশের খাতায় মোষ্ট ওয়ান্ডেড আসামী কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে ইব্রাহীম ওরফে ইমন (২৯) কে আটক করা হয়।
আটক ইব্রাহিমের বিরুদ্ধে কানাইঘাট থানায় খুনের মামলা, চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় ডাকাতি ও চোরির মামলা রয়েছে। পুলিশের ধারনা আটক ইমন আন্ত জেলা চুর ও ডাকাত দলের সক্রিয় সদস্য। দুপুরে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ইমনকে আটক করা হয়। ১৭ জুন থাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd