গোয়াইনঘাট হাদারপার সড়কে রাস্তা বন্ধ করে ব্রিজের নির্মাণ কাজ, জনসাধারণের ভোগান্তি

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

গোয়াইনঘাট হাদারপার সড়কে রাস্তা বন্ধ করে ব্রিজের নির্মাণ কাজ, জনসাধারণের ভোগান্তি

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তম পুর ইউনিয়নের লামাবাজার থেকে হায়দারপার যাওয়ার রাস্তার মাঝে হিন্দু বাড়ী মোড়ার কাছে ব্রীজের উন্নয়ন কাজের জন্য বিকল্প ড্রাইরবেকশন ছাড়াই চলছে কাজ, ভোগান্তিতে জনসাধারণ ও ব্যবসায়ীরা।সড়কে রাখা হয়নি কোন সতর্ক সংকেত।
১২ জুন শনিবার সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, লামার বাজার থেকে হাদারপার রোডে একটি সেতু নির্মাণ হচ্ছে। জনগুরুত্বপূর্ণ ওই সড়কে সাধারণ মানুষ চলাচল এবং যানবাহন চলাচলের জন্য বিকল্প হিসাবে কোন রাস্তা রাখা হয়নি ফলে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা হচ্ছেন চরম ভোগান্তির শিকার। এপার থেকে ওপারে গাড়ি চলাচলের রাস্তা বন্ধ থাকায় বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। এ নিয়ে স্হানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সৃষ্টি হচ্ছে মনোমালিন্য।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন আমাদের কি করার আছে রাস্তার ওপারে থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে মালামাল আনতে হচ্ছে। প্রথম দুই দিন লামাবাজার থেকে কোনকুরির দিকে বাইপাস রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেও ভারী যানবাহন চলাচলের কারণে সেই রাস্তাও চলাচলের অনুপযোগী হয়ে হাজার হাজার যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় সাব- কন্টেকদারদের ভয়ে হাজার কষ্টের মাঝেও কেউ মুখ খুলতে রাজি নয়। জানা যায় এই সেতু নির্মাণের ঠিকাদার ঢাকার একজন এবং স্থানীয় তিনজন এই সেতু নির্মাণে কাজের সাব-কনট্রাক্ট এর দায়িত্বে আছেন। স্থানীয় কিছু লোকজন এ নিয়ে তাদের সাথে কথা বললে তারা তাদের কোনো সদুত্তর না দিয়ে বরং উল্টো খবরদারি করেন। সাব-কনট্রাক্ট এর দায়িত্বে আছেন, মজিবুর রহমান ও জয়নাল মিয়া।
শুধু যে যোগাযোগ সংযোগ বন্ধ তা নয় করা হচ্ছে নিন্মমানের কাজ এ নিয়েও এলাকাবাসীর মনে ক্ষোভ। অনেকে আবার অভিযোগ তুলছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাবের উপর।
তাদের মতে চেয়ারম্যান থাকা অবস্থায় কিভাবে নিম্নমানের কাজ এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কাজ হয় এটা তাদের বোধগম্য নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাবের সাথে কথা হলে তিনি বলেন,এর দায়ভার আমার উপর বর্তায় না এটা উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের। আমি সাধারণ মানুষের ভোগান্তি দেখে উদ্যোগ নিয়ে এবং হাদারপার বাজার বণিক ব্যবসায়ী সমিতির সভাপতির মাধ্যমে বাইপাস রাস্তা করার ব্যবস্থা করছি। হাদারপার বাজার বণিক ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ মিয়া বলেন এ বিষয় নিয়ে তাদের সাথে আমাদের প্রাথমিক আলোচনার একপর্যায়ে কথাকাটাকাটি হয় এবং তাদের এক কথা তারা বাইপাস রাস্তা করতে পারবে না, তাই আমরা উদ্যোগ নিয়ে বাইপাস রাস্তা করে দিচ্ছি। রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেরগোল বলেন, ভাই লেখালেখি করে কি লাভ। যা হচ্ছে তাই হবে, দেখার কেউ নেই। পুরাতন ব্রীজের ঢালাই টমটম দিয়ে ভেংগে আবার এই মাল দিয়ে কাজ হচ্ছে। স্থানীয় মানুষজন কেউ কিছু বলতে পারছেনা তাদের দাপটের কাছে এরা অসহায়। তিনি আরো বলেন শুধু এই ব্রীজ নয় সামনের ব্রীজের কাজেরও একই অবস্থা।
সাব-কন্টেকদার জয়নাল মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি এইসব কথা অস্বীকার করেন এবং বলেন এরা কাজের ম্যানুয়ালই জানেনা। আমারা ম্যানুয়াল মোতাবেক কাজ করছি। তিনি আরো বলেন ভাই আপনি রিপোর্টে পিছনে পড়ে গেছেন এর পূর্বেও কয়েকজন রিপোর্ট করে ফেলেছে। প্রতিদিন অনেক এসে ছবি তুলে নিচ্ছে। বিকল্প রাস্তা সম্পর্কে প্রথমে উনি কোনো মন্তব্য করতে চাননি, পরে বলেন আমারা রাস্তা করে দিচ্ছি। যখন বললাম এটা তো ব্যবসায়ী সমিতি করে দিচ্ছে তখন বলেন তাদের সাথে মিলে আমরাও করছি। তিনি আরো বলেন ভাই ইউনিয়নের ভিতর আরো কত অবৈধ কাজ হচ্ছে, এইসব আপনাদের চোখে পড়ে না।
সেতু নির্মাণের ঢাকার ঠিকাদারের নাম্বার চাইলে তিনি বলেন উপজেলা এলজিইডি অফিস থেকে ফোন করে জেনে নিবেন।
পরিশেষে তিনি বলেন দোয়া করি ভাই ভালো থাকেন, হাদারপার বাজার আসলে দেখা হবে।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি বলেন বিষয়টি আমি দেখছি এখনই কাজের ফিল্ডে যাচ্ছি এবং সব ব্যবস্থা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান বলেন, বিষয়টি উপজেলার মাসিক সভায় আলোচনা হয়েছে প্রবলেম দুর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..