সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: রাজধানীর রোকেয়া সরণি এলাকায় চলন্ত গাড়ি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
গত রোববার রোকেয়া সরণির সংসদের উত্তর গেট বরাবর সড়কে এ ঘটনা ঘটে। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি গাড়িতে বসে কথা বলছিলাম। সিগনালে গাড়ি থামার কিছুক্ষণ পরই হঠাৎ ছোঁ মেরে হাত থেকে মোবাইল নিয়ে গেল। কোন দিকে ছিনতাইকারী হারিয়ে গেল তা আর বোঝা গেল না। গানম্যান ছাড়া এ সময় মন্ত্রীর গাড়িতে অন্য কোনো সহযাত্রী ছিলেন না।
মন্ত্রী বলেন, আমি সাধারণত আগে-পিছে পুলিশের নিরাপত্তা বহর নিয়ে চলি না। এমনিতেই চলে যায়। তবে ছিনতাই হওয়া মোবাইলটা আমার অনেক আবেগের। বিদেশে থাকা ছেলে অনেক দাম দিয়ে মোবাইলটি কিনে দিয়েছিল।
অ্যাপেল ব্র্যান্ডের মোবাইল ফোনটির দাম এক লাখ টাকার মতো। অবস্থান শনাক্ত করার পদ্বতি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই ) সুবিধা ছিল ফোনে।ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd