সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধীত/২০০৩) এর ৩ (১) তৎসহ দণ্ডবিধি ১৮৬০ এর ৩১৩ ধরায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা নং ১৮ তারিখ ৯.০৮.২০২০ এর অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারধীন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ সংঘটিত অপরাধমূলক কার্যকম পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর দ্বারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন মন্ত্রণালয়ের স্বাক্ষরিত পত্র পেয়েছি। মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের বরখাস্তের পত্র ইউনিয়ন পরিষদের মেইলে প্রেরণ করা হয়েছে।পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে যুক্তরাজ্যে রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত বছরের (৯ আগস্ট) রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন।
পরে দুপুরে শহরের পৌর এলাকা থেকে ওই মামলায় ইউপি চেয়ারম্যান মো.আবু হেনা আজিজকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd