বিয়ানীবাজার থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ, সিলেট নগরীর বনগাঁও হোটেলে ধর্ষণ

প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

বিয়ানীবাজার থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ, সিলেট নগরীর বনগাঁও হোটেলে ধর্ষণ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে সিলেট নগরীর লালবাজারস্থ বনগাঁও হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে সুনামগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

আটককৃত আল আমিন (২৭) সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিত পুর গ্রামের আব্দুল মজাত এর পূত্র। গত ১৩ এপ্রিল বিয়ানীবাজার থানা পুলিশের এসআই ফয়সাল অভিযান চালিয়ে দিরাই থেকে আল আমিনকে আটক করেছেন। আসামি আল আমিনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। যার (মামলা নং০৭, তাং-১৩/৪/২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)।

জানা যায়যে, আসামি আল আমিন বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে হেপি নামক একটি বেকারিতে ৮ মাস যাবত কাজ করে আসছিল। গত ১০ এপ্রিল দুপুরে চারখাই ইউনিয়নের ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মধুরচকের দশম শ্রেণির অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রীকে ফুসলাইয়া অপহরণ করে সিলেট নগরীর লালবাজারের বনগাঁও নামক হোটেলে নিয়ে ধর্ষণ করে।

উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তী সাপেক্ষে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় অপহৃতাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের ওসিসিতে প্রেরণ করা হয়, এবং মামলার প্রধান ও একমাত্র আসামি আল আমিনকে দিরাই নিজ বাড়ি হইতে গ্রেফতার করা হয়। আসামিকে ১৪ এপ্রিল বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় আসামি আটক ও আদালতে প্রেরণের বিষয়টি ক্রাইম সিলেটকে নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..