আওয়ামী লীগের মোকাবেলায় সিলেটে নবী নগরী গ্রুপের তৎপরতা

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

আওয়ামী লীগের মোকাবেলায় সিলেটে নবী নগরী গ্রুপের তৎপরতা

Manual7 Ad Code

বাবর হোসেন :: কেউ বলেছেন শ্রমিক-কেউ বলেছেন মঠিয়া , আবার কেউ বলেছেন লেবার ,কিন্তু কারো দেমাগে একটা বিষয় ঢুকলোনা যে এরা কোথাকার লোক আর করলো কি? এদের সাহসের নেপথ্যের শক্তি দাতাই বা কারা? গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে এরা আওয়ামীলীগের হরতাল বিরোধী কার্যক্রমের মোকাবেলা করতে নেমেছিলো সিলেট নগরীর কালীঘাট ও মহাজন পট্টির রাস্তায়। তারা এখানে পেশায় লেবার হলেও গড়ে তোলেছে একটি শক্তিশালী বাহিনী ।এর আগেও কালীঘাট এলাকায় বিভিন্ন কারনে অকারনে তারা নিজেদের শক্তি ও সাহসের জানান দিয়েছে একাধিকবার।

Manual6 Ad Code

এদের অধিকাংশের মুল বাড়ী ব্রাক্ষনবাড়ীয়া জেলার নবী নগর এলাকায়। এখানে তাদের পরিচয় নবী নগরী গ্রুপ হিসেবে। এরা কালীঘাট ও মহাজন পট্টি লালদিঘীর পারস্থ ব্যবসা প্রতিষ্টানের লেবারগিরি কাজ করে। এখানে কোনো বাসা বাড়ীতে থাকেনা। দোকান ঘরের আশে-পাশে ও গোদামঘর গুলোতেই বেশীর ভাগ রাত্রী যাপন করে। সপ্তাহের প্রত্যেক বৃহসপ্রতিবার রাতে নবী নগরী গ্রুপের সদস্যরা কুমিল্লা ট্রান্সপোটের্র বড় বাস গাড়ী রির্জাভ করে এরা দেশের বাড়ীতে যায় কালীঘাট থেকে। জনপ্রতি ৫০০ টাকা করে দিয়ে এরা কুমিল্লা ট্রান্সপোটের্র গাড়ী রির্জাভ করে সিলেট থেকে সরাসরি কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগন্জ হয়ে ডান দিকের রাস্তায় গিয়ে নবী নগর যায় । বড় বাস গাড়ী রির্জাভ করে সিলেট থেকে নবী নগর যাওয়ার সময় এমন কোনো প্রয়োজনীয় জিনিষপত্র বাদ পড়েনা যা তারা নেয়,না।

Manual3 Ad Code

নবী নগর বাড়ী এমন অপরাধ জগতের গড ফাদার,রা এদেরকে অনেক সময় ব্যবহারও করে থাকে। খোজঁ নিয়ে জানা গেছে এদের প্রায় সকলেরই বাড়ী ব্রাক্ষনবাড়ীয়ার নবী নগর থানার গোপালপুর ,সাহেব নগর, কৃষ্ণনগর, ভাঙ্গরা বাজার ইত্যাদি এলাকায়।

Manual5 Ad Code

এদের শক্তি ও সাহস এতই মজবুদ হয়েছে যে, সরকারী দল আওয়ামীলীগের মোকাবেলা করতে এরা অস্ত্র পাতি নিয়ে রাস্তায় নেমে পড়েছিলো। সময় থাকতে এদেরকে সামাল দেয়ার চিন্তা-চেতনামুলক প্রদক্ষেপ গ্রহন করতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..