সিলেটে মোদি বিরোধী মিছিলে আটক বাম সংগঠনের নেতাকর্মীরা মুক্ত

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২১

সিলেটে মোদি বিরোধী মিছিলে আটক বাম সংগঠনের নেতাকর্মীরা মুক্ত

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মিছিল থেকে আটক বাম সংগঠনের নেতাকর্মীরা সকলেই মুক্ত হয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ বুধবার (২৪ মার্চ) বিকেলে বের করা মিছিলে লাঠিচার্জ ও সাত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Manual4 Ad Code

এরপর সন্ধ্যায় তাদের তাদের ছেড়ে দেওয়া হয়। পরে মুক্ত নেতাকর্মীদের শহীদ মিনারে সংবর্ধনা দেন বাম সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম আটক বাম সংগঠনের নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ৩ নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ সাতজনকে আটক করে পুলিশ। এতে জোটের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন, বাম গণতান্ত্রিক জোটের সিলেটের সমন্বয়ক উজ্জ্বল রায়, সঞ্জয় কান্তি দাস, মনীষা ওয়াহিদ, সাদিয়া জাহান নৌশিন, ফাহিম, রানা।

ঘটনার ব্যাপারে বাম নেতা প্রণব জ্যোতি পাল বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমরা দ্রুত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে রওয়ানা হব- এমন সময় পুলিশ হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

এদিকে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অভিযোগ, শুরুতে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করে। তবে সমাবেশের শেষের দিকে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা নারী কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। একইসাথে অবিলম্বে আটককৃতদের মুক্তি ও হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান জোটের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..