সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আবারও আসছেন সময়ের আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া রাঘবপুর জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২৪ মার্চ (বুধবার) অনুষ্ঠিতব্য বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এ মাহফিলের আয়োজন করেছে স্থানীয় রাঘবপুর গ্রামবাসী। তবে এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি বা প্রশাসনকে জানানো হয়নি বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
এদিকে, আলোচিত-সমালোচিত এই বক্তার আগমন নিয়ে স্যোসাল মিডিয়ায় চলছে তোলপাড়। সম্প্রতি মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির দেয়া ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এক বক্তব্যকে কেন্দ্র করে এ সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন ইসলামি বক্তাকে মাহফিলে নিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আয়োজক কমিটির সমালোচনাও করছেন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়াবাজারের দক্ষিণের মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে। তবে তাহেরির আগমন উপলক্ষে সেখানে বেঁকে বসেছেন স্থানীয় জনতার একাংশ। তারা তাহেরিকে ‘মাজার পূজারী-ভন্ড’ আখ্যা দিয়ে তাকে প্রতিহত করার ঘোষণা দেন। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওসমানীনগরে ২৪ মার্চ (বুধবার) তাহেরি আসার বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, বিষয়টি আমাদের জানানো বা অনুমতি নেয়া হয়নি।
উল্লেখ্য, ইসলামি বক্তা হিসেবে খ্যাতি পাওয়া মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি ইতিপূর্বে ‘চা খাবেন? ঢেলে দেই?’ ‘ভাই, পরিবেশটা সুন্দর না, কোনো হৈ চৈ আছে?’ ‘বসেন, বসেন, বইসা যান’ ‘চিল্লাইয়া মার্কেট ফাউন যাইব?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারো বিরুদ্ধে বলতেছি? ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা’ ‘শরীলে একটা ভাব আইসে না?’ কষ্ট হইতেছে আপনার? মোটামুটি শরীলে একটা ভাব আইসে না?’ এমন সব বিতর্কিত বক্তব্যের মাধ্যেমে আলোচনায় চলে আসেন।
সম্প্রতি তিনি একটি ওয়াজ মাহফিলে ‘আল্লাহর ধন নবিরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবির ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে…’ এমন গান গেয়ে আবারও চলে এসেছেন আলোচনায়। ওয়াজ মাহফিলে ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এমন গান বা কথা নিয়ে সারা দেশের মূল ধারার আলেম ও বক্তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ নিয়ে স্যোসাল মিডিয়ায় এখনও চলছে সমালোচনার ঝড়। তার এমন বিভ্রান্তকর বক্তব্যের বিপরীতে গণমাধ্যমেও হচ্ছে লেখালেখি। এরই মাঝে গিয়াস উদ্দিন আত তাহেরি বিশ্বনাথের পর এবার প্রধান অতিথি হয়ে আসছেন সিলেটের ওসমানীনগরে ওয়াজ মাহফিলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd