শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রধান আসামি স্বাধীনকে সুনামগঞ্জে হস্তান্তর

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রধান আসামি স্বাধীনকে সুনামগঞ্জে হস্তান্তর

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের শাল্লার উপজেলার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার দিরাই উপজেলার নাচনী গ্রামের বর্তমান ইউপি সদস্য ও সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। শনিবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম স্বাধীন নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের মূল হোতা। তাঁর বিরুদ্ধে এই ঘটনায় অনধিকার প্রবেশ, বেআইনি সমাবেশসহ নানা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে শনিবার (২০ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই সিলেট।

Manual7 Ad Code

প্রসঙ্গত, আল্লামা মামুনুল হকসহ হেফাজত নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ঝুমন দাশ নামের এক যুবক। তার বিরূপ মন্তব্য নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মঙ্গলবার রাতে নোয়াগাও গ্রামের কয়েকজন হিন্দু লোকের সহায়তায় শাসকাই বাজার থেকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

ঝুমনকে আটক করা হলেও এর পরদিন সকাল ৮ টায় দিরাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে মামুনুল হকের অনুসারি কয়েকশ যুবক, কিশোর লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও এর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা ঘরে থাকা পারিবারিক মূর্তিসহ ভাঙচুর চালায় এবং সম্পদের ক্ষতি করে। এ ঘটনার বৃহস্পতিবার (১৮ মার্চ) শাল্লা থানায় দুটি মামলা দায়ের করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..