সিলেটের ডাকে একটি হাসপাতালের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি, থানায় জিডি

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

সিলেটের ডাকে একটি হাসপাতালের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি, থানায় জিডি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক সিলেটের ডাক পত্রিকায় একটি হাসপাতালের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ উঠেছে। ১৭ মার্চ বুধবারের পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানেন না।

Manual1 Ad Code

এ বিষয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারস্থ এইচ আর সি জনসেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক পাশা রাসেল। যার জিডি নং-১৭৩৩, তারিখ- ১৭-০৩-২১ইং।

ডায়েরী সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমান, নজরুল ইসলাম মিনার ও সুফিয়ান আহমদ পাপ্পু প্রতারণার উদ্দেশ্যে ও অবৈধ স্বার্থ হাছিল বা প্রতিষ্টানের সম্মানহানি করার লক্ষে দৈনিক সিলেটের ডাক পত্রিকায় হাসপাতালের নামে এই ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায়।

Manual6 Ad Code

পরে ওই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সুফিয়ান আহমদ পাপ্পুর কাছে জানতে চাইলে পাপ্পু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক পাশা রাসেলকে হুমকি-ধামকি প্রদান করেন। এই তিনজনের এমন কর্মকান্ড ও হুমকি প্রদানে নিরাপত্তাহীনতায় ভূগছেন রাসেল।

সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারস্থ এইচ আর সি জনসেবা হাসপাতালের নামে দৈনিক সিলেটের ডাক পত্রিকায় ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক পাশা রাসেল বলেন, আমাদের প্রতিষ্টানের জন্য কোন লোক লাগবে না। আমরা ইতি মধ্যে লোক নিয়োগ দিয়েছি। একটি চক্র আমাদের প্রতিষ্টানের সম্মানহানি ও মানুষকে প্রতারণা করার লক্ষ্যে এমন কান্ড চালাচ্ছে। তাই তাদের এই ভূয়া নিয়োগ বিজ্ঞিপ্তিতে কোন ধরণের আবেদন করে প্রতারিত না হওয়ার আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..