গোলাপগঞ্জ ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ৩, গাঁজা উদ্ধার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

গোলাপগঞ্জ ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ৩, গাঁজা উদ্ধার

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ চৌধুরী (২৮) কে গাঁজাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তার সাথে সুমন আহমদ সাজু (৩২) ও জহির উদ্দিন (৩৮) নামে আরও দুইজনকে আটক করে পুলিশ।

ফাহিম আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। সাজু ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে ও জহির গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এদিকে আসামী সুমন আহমদ সুজার বিরুদ্ধে মাদকসহ গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..