ধর্ষণের পেছনের গলদ খুঁজে বের করতে চান নাছিমা বেগম

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

ধর্ষণের পেছনের গলদ খুঁজে বের করতে চান নাছিমা বেগম

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ধর্ষণকে জঘন্যতম অপরাধ উল্লেখ করে এর পেছনের গলদ খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ষণ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের জঘন্য অপরাধ কেন ঘটছে-গলদটা কোথায় তা খুঁজে বের করতে হবে। এর গলদ খুঁজে বের করতে না পারলে এ জঘন্য অপরাধ দমন করা যাবে না।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি বলেন, আমরা দেশে মানবাধিকারের চর্চা বাড়াতে চাই। তাই আমাদের লক্ষ্য মানবাধিকারের বিষয়টি সবার কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

Manual6 Ad Code

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, আপাতত প্রতি জেলায় মানবাধিকার পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে কমিটি গঠন করা হবে।

নাছিমা বেগম এনডিসি গণমাধ্যমে অপরাধের খবর প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্রসফায়ার গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য আল মাহমুদ ফায়জুল কবির। পাওয়ার পয়েন্টে মানবাধিকার ও জাতীয় মানবাধিকার কমিশনের বিভিন্ন দিক তুলে ধরেন মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক আজহার হোসেন।

এছাড়াও আলোচনায় অংশ নেন- মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম ও অ্যাডভোকেট অশোক পুরকায়স্থসহ বিভিন্ন থানার ওসি।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত হয়ে মতামত ব্যক্ত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..