গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: অভিযানে জরিমানা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: অভিযানে জরিমানা

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে সালুটিকর সিংগারখালে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৭ মার্চ) সালুটিকর এলাকায় গোয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি নৌকার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট, এ কে এম নূর হোসেন নির্ঝর। এসময় উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান এবং নন্দিরগাঁও ইউনিয়ন সালুটিকর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Manual3 Ad Code

এ কে এম নুর হসেন নির্ঝর সকল অবৈধ বালু উত্তোলনকারীদের ও অবৈধ মাটি কর্তনকারীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সবাইকে সাবধান হয়ে যাওয়ার নির্দেশ দেন, বেআইনী কাজ বন্ধ করতে দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার পরামর্শ দেন। অন্যথায় আগামীতে আরো বৃহৎ জরিমানা ও জেল প্রদান সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..