‘তাহেরীর গান নাজায়েজ, এগুলো শোনাও পাপ’

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

‘তাহেরীর গান নাজায়েজ, এগুলো শোনাও পাপ’

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কথিত ইসলামী বক্তা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী জাতিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ। গতকাল শনিবার বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারি গানের নামে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তিসহ সরাসরি কুফুরি বক্তব্য প্রদানের মাধ্যমে জাতিকে ঈমানহারা করার চক্রান্ত চলছে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন তাহেরী। গজলের সুরে তাহেরী যে সব গান গায় তার বেশিরভাগ ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। এই ধরনের গান শোনাও পাপ।’

সংবাদ সম্মেলনে এই ধরনের বক্তব্য প্রত্যাহার ও পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করা হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ, হাফেজ মো. রবিউল ইসলাম ও মো. সাইদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..