সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১
গোয়াইনঘাটে প্রতিনিধি :: সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় ২০১৮-২০১৯ সালের সিলেট বন বিভাগের সারী রেঞ্জের লক্ষীনগর বিটের নিয়াগুল হাওরে সংরক্ষিত বন ভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সৃজিত ৭৫.০ হেঃ মূর্তা বাগানের বেশ কিছু জায়গা জবরদখলকারীরা মূর্তা চারা কেটে উপড়ে ফেলে তিসি ও ধান চাষ করে বন বিভাগের জায়গা দখল করে নেয়। সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের নেতৃত্বে বিট কর্মকর্তা লক্ষীনগর ও বিট কর্মকর্তা রাতারগুলসহ সকল বিটের স্টাফদের নিয়ে হালের মেশিন দ্বারা চাষ দিয়ে, চাষ করা তিসি ও ধান নষ্ট করে বনবিভাগের জায়গা দখলে আনা হয় এবং নিচু এলাকায় পুনরায় মূর্তা চারা রোপন করা হয়।
সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন জানান, অবৈধ দখলদার হেলাল গংদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা জেলে আছে। তিনি অভিযান পরিচালনায় অংশগ্রহণকারী সকল সহযোগীগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বনভ‚মি উদ্ধারে বন বিভাগের কোন ছাড় নেই, অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd