সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিয়ের দাবিতে শীত উপেক্ষা করে সারা রাত প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের প্রেমিক সঞ্জয় যাদবের আদমটিলার বাড়িতে অবস্থান করছেন মেয়েটি।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমটিলায় গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রেমিক সঞ্জয় যাদবের বাড়িতে ওই তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
প্রেমিকা বাড়িতে অবস্থানের খবর পেয়ে প্রেমিক সঞ্জয় যাদব পালিয়ে যান। আজ সকাল থেকে প্রেমিক সঞ্জয় যাদবের বাড়িতে স্থানীয়রা ভিড় জমালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সঞ্জয় যাদবের মা বাসন্তী আহীর বলেন, ‘হঠাৎ করে গতকাল সন্ধ্যায় একটি মেয়ে আমার ঘরে এসে খাটের উপর বসে পড়ে। আমার ছেলে নাকি তাঁকে নিয়ে এসেছেন। কিন্তু গতকাল রাত থেকে আমার ছেলের কোনো খোঁজ নাই।’
এ ব্যাপারে অনশনরত প্রেমিকা বলেন, ‘কয়েক বছর ধরে সঞ্জয় যাদবের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সঞ্জয় যাদব ও তাঁর পরিবারের লোকজনকেই বিয়ের বিষয়টির সুরাহা করে দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে।’
এ বিষয়ে শমশেরনগর ইউনিয়নের সদস্য ইয়াকুব আলী বলেন, ‘আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেওয়া যায়।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd